আওয়ার ইসলাম: নাইজেরিয়ার উত্তর-পূর্বে বোর্নো রাজ্যের একটি সামরিক ঘাঁটিতে হামলায় কমপক্ষে ১৪ জন নিরাপত্তা কর্মী ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
গতকাল বুধবার ভোরে বোর্নোর দামবোয়া শহরের সেনা ঘাঁটিটিতে হামলা চালায়।
এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ৬ সেনা, ৪ পুলিশ অফিসার, সরকার সমর্থিত মিলিশিয়া বাহিনীর ২ সদস্য এবং ২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এক কর্মকর্তা দাবি করেছেন, পালিয়ে যাওয়ার সময় বিমান হামলায় ১৩ হামলাকারী গুলিতে নিহত হয়েছিল।
এক মিলিশিয়া নেতা বলেছেন, হামলাকারীদের রকেট স্থানীয় একটি গ্রামে আঘাত হানলে প্রায় ৫০ জনেরও বেশি স্থানীয় বাসিন্দা মারা গেছেন।
উল্লেখ্য, নাইজেরিয়ায় দশকব্যাপী হামলা-সহিংসতায় দেশের ভেতরে ৩৬ হাজার মানুষ নিহত হয়েছেন। দুই মিলিয়ন অন্যত্র বাস্তুচ্যুত হয়েছে এবং প্রতিবেশী নাইজার, চাদ এবং ক্যামেরুনেও ছড়িয়ে পড়েছে।
-এএ