বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে যে বার্তা দিলো বাংলাদেশ আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যারিস্টার আরমানের, সমালোচনার ঝড় ওয়ার্ড জামায়াত সেক্রেটারি যোগ দিলেন ইসলামী আন্দোলনে ভোটের তিন বাক্স, ইসলামপন্থীদের প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটবে?

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে কোনরকম সম্পর্ক নয়: পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে কোনরকম সম্পর্কে না জড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। গত সোমবার ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে পাকিস্তান সংসদের স্পিকার আসাদ কায়সার এই ঘোষণা দেন।

তিনি বলেন, পূন্যময়ী নগরী আল কুদসকে (জেরুসালেম) রাজধানী করে যতদিন না স্বতন্ত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, ততোদিন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে পাকিস্তান কোনরকম রাজনৈতিক সম্পর্কে জড়াবে না।

পাকিস্তানে নবনিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আহমাদ রিবঈকে অভ্যর্থনা জানানোর সময় পাক-স্পিকার গুরুত্বারোপ করে বলেন, যেকোনো পরিস্থিতিতে পাকিস্তানি জনগণ ফিলিস্তিনকে সমর্থন ও সহায়তা করতে বদ্ধপরিকর। ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল সমূহে দখলদার ইসরায়েলি নাগরিকদের অবৈধ বসতি স্থাপনে ইসলামাবাদের গভীর উদ্বেগের কথাও উল্লেখ করেন আসাদ কায়সার।

সমস্ত দ্বন্দ্ব ও সংকট নিরসনের জন্য আলোচনার পথ অবলম্বনকে পাকিস্তান অধিক যুক্তিযুক্ত মনে করে। এক্ষেত্রে সব পরিস্থিতিতেই ফিলিস্তিনি জনগণের জন্য পাকিস্তানিদের নৈতিক ও কূটনৈতিক সাহায্য অব্যাহত থাকবে।

একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত আধাসামরিক সংগঠন ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’ এর স্বীকৃতি প্রদান ও পাকিস্তানে ফিলিস্তিনি দূতাবাস চালু হবার পর থেকে দুটি রাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সবসময়ই ভাল ছিল। পাকিস্তান-ফিলিস্তিন মৈত্রীচুক্তির পর এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে-যারা একটি স্বতন্ত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে বড় অবদান রেখে চলেছে।

প্যালেস্টাইন প্রেস এজেন্সি অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ