আওয়ার ইসলাম: বিশ্বের ৮৫টি দেশে ছড়িয়ে পড়ার পর এবার ভুটানেও শনাক্ত হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী।
গতকাল বৃহস্পতিবার দেশটিতে ৭৬ বছর বয়সী একজন মার্কিন পর্যটকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়।
ভুটানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফেসবুকে দেয়া এক পোস্টে জানানো হয়, ওই ব্যক্তি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় ওয়াশিংটন থেকে ভারত ভ্রমণে গিয়েছিলেন। সেখানে ঘোরাঘুরি শেষে গত ২ মার্চ তিনি ভারতের গোহাটি থেকে ড্রুক এয়ারের একটি বিমানে করে ভুটান আসেন। ওই বিমানে সেই ব্যক্তির একজন সঙ্গী ছাড়াও আরো ৮ জন ভারতীয় নাগরিক ছিলেন।
তাতে আরও বলা হয়, পারো আন্তর্জতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানের যাত্রীদের কারো শরীরেই কোনো প্রকার জ্বরের লক্ষণ ছিল না। কিন্তু ওই মার্কিন নাগরিক থিম্পুতে গিয়ে পেটে ব্যথার জন্য চিকিৎসকের শরণাপন্ন হন। ওইদিন রাতে এবং পরের দিন হোটেলে কাটানোর পর ৩ মার্চ বিকালে তিনি ডায়রিয়া নিয়ে হাসপাতালে যান।
পরদিন বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পর বিকালে তিনি আবার হাসপাতালে যান। তখন তার শরীরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখতে পেয়ে হাসপাতালে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে নেন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়।
ভুটানের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেই ব্যক্তি ভুটানে যাদের সঙ্গে মিশেছেন এমন ৯০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদিকে ভুটানে আগামী ‘দুই সপ্তাহ’ সব পর্যটকের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। রাজধানী থিম্পুসহ তিন এলাকায় সব স্কুল আজ থেকে আগামী দুই সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়েছে।
-এএ