সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


ইবিতে এন্টি র‌্যাগিং কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উচ্চ আদালতের নির্দেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যাগিং বিরোধী কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাগিং বিরোধী কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহা. সাইদুর রহমানকে আহ্বায়ক এবং প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও আবাসিক হলের প্রভোস্ট এবং বিভাগীয় জৈষ্ঠ সভাপতিকে কমিটির সদস্য করা হয়েছে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, আমার বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের কোনো স্থান নেই। এরইমধ্যেই উচ্চ আদালতের নির্দেশে আমরা অত্যন্ত শক্তিশালী একটি ‘এন্টি র‌্যাগিং’ কমিটি গঠন করেছি। যার মাধ্যমে র‌্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক নির্যাতনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ