আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ (প্রধান কর্মকর্তা) মিক মুলভেনিকে অব্যাহতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শুক্রবার এক টুইট বার্তায় এমনটা জানান তিনি। মুলভেনির পদে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নর্থ ক্যারোলিনা রাজ্যের আইন প্রণেতা মার্ক ম্যাডোস।
টুইটে ট্রাম্প জানান, কংগ্রেসম্যান ম্যাডোসের সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং ভালো সম্পর্ক রয়েছে তার।
বিশ্লেষকদের ধারণা, করোনা ভাইরাস মোকাবেলা ও আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। কারণ সাম্প্রতিক অভিশংসনসহ নানা কারণে মুলভেনির ওপর আস্থা হারিয়ে ফেলেছিলেন তিনি এবং প্রধান ওই কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বও দেখা দিয়েছিল ট্রাম্পের।
যদিও টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, মিক মুলভেনি অসাধারণভাবে তার দায়িত্ব পালন করেছেন।
-এএ