বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


অফ্রিকার ৪০টি দেশে করোনা ছড়িয়ে পড়ায় ব্যাপক প্রাণহানির শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: [১] অফ্রিকার ৪০ দেশে ছড়িয়ে পড়েছে করোনা, তাই ব্যাপক প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে।

রয়টার্স জানায়, আফ্রিকার ৫৪ দেশের ৪০ দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। কমপক্ষে আফ্রিকার এই দেশগুলো এক হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

আফ্রিকায় করোনাভাইরাস কোভিড -১৯ এর প্রাদুর্ভাব এশিয়ামহাদেশ এবং ইউরোপ মহাদেশ থেকে অনেক কম। এই দু’টি মহাদেশ থেকে ভ্রমণ করা লোকদের থেকে আফ্রিকা মহাদেশে ভাইরাসটি ছড়াচ্ছে বলে আল আল আরাবিয়ার খবরে বলা হয়েছে।

খবরে আরো বলা হয়, ধারণা করা হচ্ছে, যদি আফ্রিকা মহাদেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। কারণ আফ্রিকার দেশগুলোর করোনার মতো ভয়াবহ মহামারী মোকাবেলা করা সক্ষমতা নেই।

আফ্রিকাতে এখন পর্যন্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আইভরি কোস্ট করোনাভাইরাস প্রতিরোধ করতে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে। আফ্রিকার কয়েকটি দেশে দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর মন্ত্রিসভার ৪ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দেশটির সরকারের এক মুখপাত্র এ খবর দিয়েছেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। রয়টার্স, আল আরাবিয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ