বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


লকডাউন না মানায় তালেবানের হামলায় আফগান চার ক্রিকেটার আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে তালেবানের হামলায় চার কিশোর ক্রিকেটার আহত হয়েছে। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির লাঘমান প্রদেশের কারঘাই এলাকায় এ ঘটনা ঘটেছে ।

জানা যায়, আফগান সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লকডাউন ভেঙে কারঘাই এলাকায় ক্রিকেট খেলতে নেমেছিল ওই কিশোররা। সে সময় তাদের ওপর হামলা চালায় তালেবান। এতে চারজন আহত হয়। স্থানীয় একটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

তবে, এ ঘটনা নিয়ে তালেবানরদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন বিবৃতি দেয়া হয়নি।

এদিকে সারাবিশ্বের মতো আফগানিস্তানেও করোনা অবনতির দিকে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এখন পর্যন্ত ৮৪০ মানুষ এ মারণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন। আর প্রাণ হারিয়েছেন ৩০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ