বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


তুরস্কের মসজিদগুলোতে ধনীরা ত্রাণ রেখে যাচ্ছে, গরীবরা নিয়ে যাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক মুসলিম দেশগুলোর মধ্যে করোনায় এখন সবচেয়ে বেশি বিপর্যস্ত। ৯৫ হাজার ৫৯১ জন করোনা রোগী নিয়ে এখন পর্যন্ত তুরস্ক আছে মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম পর্যায়ে।

সূত্রমতে জানা যায়, দেশটিতে প্রাণহানিও হয়েছে আড়াই হাজারেরও বেশি মানুষের। আর এমন সময় দেশটির মসজিদের মুসুল্লীরা এগিয়ে এসেছে মানবতার হাত বাড়িয়ে। দানে খয়রাতে ভরে গেছে দেশটির মসজিদগুলো।

মসজিদগুলোতে নামাজ পড়া বন্ধ থাকলেও গরীব দুঃখী মানুষের জন্য ভালভাবে কাজে লাগানো হচ্ছে। দেশটির রাজধানী ইস্তানবুলের একটি মসজিদকে ত্রাণ সামগ্রী রাখার গুদামে পরিণত করা হয়েছে। যেখান থেকে যে কোনো দুর্দশাগ্রস্থ লোক চাইলেই সুপার শপের মত তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবে বিনামূল্যে।

জানা যায়, স্থানীয়দের দেয়া ত্রাণেই চলছে মসজিদের ভেতরকার ওই সুপারশপ। তবে মসজিদটিতে কোন টাকা নেয়া হয় না। ধনীরা দরিদ্রদের জন্য পণ্য ওই মসজিদে রেখে যান বলে জানিয়েছেন মসজিদের ইমাম।

এ বিষয়ে তুরস্কের ওই মসজিদের ইমাম আব্দুলসামেত কাকির বলেন, নামাজ বন্ধ হওয়ার পর থেকে অসহায় মানুষকে সহায়তা করার চিন্তা আমার মাথায় আসে। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ