বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


পাকিস্তানে লকডাউন অমান্য করায় ২৪৫ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ।।

পাকিস্তানের পেশোয়ারে লকডাউন অমান্য করায় ২৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিবিসির উর্দু সংবাদে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের খাইবার পাখতুনখার রাজধানী পেশোয়ারে পর্যায়ক্রমে শহরের বিভিন্ন স্থান থেকে ২৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়াও, আদেশ লঙ্ঘনের দায়ে ছয়টি ডেন্টাল ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে। অন্যদিকে বাইরে দিয়ে শাটার বন্ধ রেখে টেইলার্সের ভেতরে কাজ করা শ্রমিকদের এবং পেশোয়ারের বিভিন্ন বাজারে অপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখায় দোকানিদের গ্রেপ্তার করা হয়। জরিমানা আরোপ করা হয় বেশ কয়েকজনের ওপরে।

পেশোয়ার পুলিশ জানিয়েছে, নগর প্রশাসনের কর্মকর্তারা নগরীর বিভিন্ন জায়গায় লকডাউন বাস্তবায়ন নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে এবং প্রাদেশিক সরকারের আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পেশোয়ারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী আসগর বলেন, নাগরিকদের উচিত প্রাদেশিক সরকার ও প্রশাসনকে সহযোগিতা করা ও অযথা বাড়ির বাইরে গিয়ে ঘোরাফেরা না করা ও দোকান খোলা রাখা থেকে বিরত থাকা।

উল্লেখ্য, জিয়ো নিউজের পরিসংখ্যান অনুযায়ী বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে পাকিস্তানের খাইবার পাখতুনখায় আক্রান্ত হয়েছে মোট ১৩৪৫ জন। আর পুরো পাকিস্তানে আক্রান্তের সংখ্যা
মোট ৯৭৪৯ জন। গোটা দেশে মোট মৃতের সংখ্যা ২০৯ জন।

-এ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ