আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশের কয়েকটি মসজিদে তারাবি পড়ার অনুমতি দেয়া হয়েছে।
জাকার্তা পোস্ট জানায়, আচেহ ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ যেখানে শরিয়া আইন মেনে চলা হয়। সেখানকার সবচেয়ে বড় মসজিদটিতে জামাতে তারাবি পড়ার অনুমতি দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে সব মুসুল্লিকে মাস্ক পড়তে এবং যার যার জায়নামাজ সাথে আনার কথা বলা হয়েছে।
যদিও ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী এ মাসের শুরুতে রমজানে নামাজ পড়ার বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছিলেন। নির্দেশিকায় তিনি মুসলমানদের ঘরে বসে নামাজ পড়তে আহবান জানিয়েছিলেন। পাশাপাশি তিনি মসজিদগুলোতে কার্যক্রম কমিয়ে আনারও আহ্বানও জানান।
এদিকে এ পর্যন্ত ইন্দোনেশিয়ায় ৭ হাজার ৭৭৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৬৪৭ জন। সুস্থ্য হয়েছেন ৯৬০ জন। সূত্র: দ্যা জাকার্তা পোস্ট
ওআই/আবদুল্লাহ তামিম