বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


যে চার ইমামের তিলাওয়াতে শুরু হলো মসজিদে হারাম ও নববির তারাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ ।।

বৈশ্বিক মহামারি করোনার মধ্যেই মুসলমানদের প্রাণকেন্দ্র মসজিদে হারামে অত্যন্ত সীমিত পরিসরে আজ (২৪ এপ্রিল) দ্বিতীয় দিনেরমত তারাবি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গতকাল এশার নামাজের পরে মসজিদে হারামের তারাবি শুরু করেন প্রবীণ দুই ইমাম শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস এবং ৩০ বছর ধরে ইমামতির দায়িত্ব পালনকারী শায়খ ড. শায়খ সাউদ আশ শুরাইম। জীবনের দীর্ঘ একটা সময় তারা এই পবিত্র মসজিদটিতে ইমামতি করে আসছেন।

কতো মুসল্লী তাঁদের আবেগঘন তিলাওয়াতে অশ্রুসিক্ত হয়েছেন। দু’ফোটা চোখের পানিতে দাঁড়ি ও চেহারা ভিজিয়েছেন। হৃদয়ে অনুভব করেছেন জান্নাতি স্পর্শ।

অন্যদিকে মসজিদে নববীতে তারাবির ইমামতি করেন শায়খ আবদুল মুহসিন আল কাসেম ও শায়খ সালাহ আল বুদায়ের।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ