আওয়ার ইসলাম: ১৪০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রমজানে মসজিদে হারাম ও মসজিদে নববিতে করোনার কারণে জনসাধারণের প্রবেশে নিষাধাজ্ঞা আরোপ করেছে সৌদি সরকার।
এবছর রমজানের তারাবিতে মক্কা ও মদিনাবাসীরা অংশ নিতে পারবেন না। শুধুমাত্র মসজিদের দায়িত্ব পালনকারীরাই তারাবিতে অংশ নিতে পারবেন।
সৌদিতে আজ থেকে শুরু হয়েছে রোজা। করোনার কারণে এবছর স্বল্প পরিসরে মক্কার কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে রমজানের প্রথম তারাবিহ আদায় করা হয়েছে। পুরো রমজান জুড়ে ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত করে তারাবির নামাজ আদায়ের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
করোনা মোকাবিলায় দেশটিতে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে জনগণকে। তবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে বাইরে বের হতে পারবেন তারা।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদি আরবে তারাবি, ইফতার ও ইতেকাফসহ রমজানের বড় জমায়েত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
-এটি