বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


রমজানের শুভেচ্ছা জানিয়ে ইমরান খানের টুইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ ।।

বিশ্বের সমস্ত মুসলমানের প্রতি মহিমান্বিত রমজানের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যাকালীন এক টুইটে রমজানের শুভেচ্ছা বার্তার মাধ্যমে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন , আসুন পবিত্র এই মাসকে আমরা আমাদের কৃত গোনাহের ক্ষমা প্রার্থনার মাধ্যম হিসেবে গ্রহণ করি।

তিনি বলেন, বিশেষকরে সমাজের যেই দরিদ্র শ্রেণির মানুষদের আমরা অবহেলা এবং উপেক্ষা করে এসেছি। নিজেদের উপোযোগী সিদ্ধান্ত নিয়ে তাদের কথা ভুলে গিয়েছি। এই পবিত্র রমজানে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই এবং একে আল্লাহ তায়ালার ক্ষমা পাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করি।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণে পাকিস্তানে এপর্যন্ত মৃত্যু বরণ করেছে ২৫৩ জন। আর আক্রান্ত হয়েছে ১১৯৪০ জন।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ