বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


পেরুতে করোনায় প্রাণ হারালেন ১৭ পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেরুর ১৭ জন পুলিশ কর্মকর্তা সদস্য নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তারা সবাই করোনাভাইরাসের বিস্তার মোকাবেলায় দেশজুড়ে চলমান লকডাউন পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়েই আক্রান্ত হয়েছিলেন।

গতকাল শনিবার দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী গাস্তন রদ্রিগেস এ তথ্য নিশ্চিত করে জানান, লকডাউনে দায়িত্ব পালন করতে গিয়ে দেশজুড়ে ১৭ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে ১১ জনই রাজধানী লিমায় দায়িত্বরত ছিলেন।

চলতি সপ্তাহে পেরুর সরকার জানায়, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে দেশটির অন্তত ১ হাজার ৩০০ জন পুলিশ সদস্য সংক্রমিত হয়েছেন।

সংবাদ সংস্থা আন্দিনা জানায়, করোনাভাইরাসের বিস্তার মোকাবেলায় গত ১৬ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন জারি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে পুলিশ সদস্যরা। লকডাউনে বিধি-নিষেধ ভঙ্গকারীদের নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপুল পরিমাণ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পেরুতে এখন পর্যন্ত ৭০০ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন মোট ২৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যেই গত শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন গাস্তন রদ্রিগেস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ