বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


ইতিহাসের সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রেসিডেন্ট আমি: ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ

নিজেকে ইতিহাসের সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রেসিডেন্ট বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, আমাকে যারা চেনেন এবং একই সঙ্গে আমাদের দেশের ইতিহাস সম্পর্কে জানেন, তারা বলে থাকেন আমি নাকি ইতিহাসের সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন , কথাটা কতটুকু সত্য, আমি জানি না। তবে আমি প্রচুর পরিশ্রম করি একথা ঠিক এবং প্রেসিডেন্ট হওয়ার প্রথম দুই-তিন বছরের মধ্যে যেসব কাজ আমি করেছি, ইতিহাসের কোনো প্রেসিডেন্ট সম্ভবত তা করেননি।

ট্রাম্প আরও বলেন, যেসব সংবাদমাধ্যম মিথ্যা খবর রটাতে অভ্যস্ত, তারা আমার কাজকে অপছন্দ করে। তিনি বলেন, ভোর থেকে গভীর রাত পর্যন্ত আমাকে কাজ করতে হয়। কাজের চাপে অনেক রাত আমাকে হোয়াইট হাউসেই পার করে দিতে হয়।

ট্রাম্প আরেক টুইটে বলেন, তৃতীয় শ্রেণির কিছু সংবাদকর্মী আছেন, যারা আমার খাদ্যাভ্যাস সম্পর্কে কিছুই জানেন না, তারা প্রতিবেদন করেছেন, আমি নাকি প্রায়শই গভীর রাতে ওভাল অফিসে থাকি, প্রচুর পরিমাণে খাই। অথচ, আপনি খোঁজ নিলে জানতে পারবেন, রাতে আমি একটি হ্যামবার্গার এবং ডায়েট কোক ছাড়া কিছুই খাই না।
ট্রাম্প বলেন, আমার আশপাশের লোকজন আমার খাদ্যাভ্যাস দেখে অবাক হয়। কিন্তু এই তৃতীয় শ্রেণির প্রতিবেদকদের আপনি কী বলবেন!

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল করোনা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে করোনাভাইরাসে আক্রান্তদের ফুসফুস পরিষ্কার করতে ইনজেকশন বা অন্য কোনোভাবে ফুসফুসে জীবাণুনাশক পুশ করার পরামর্শ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে তিনি বিশ্বব্যাপী সমালোচনার শিকার হলে আমেরিকান সাংবাদিকদের মিথ্যাবাদী আখ্যায়িত করেন।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ