বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


করোনা থেকে মুক্তি পেতে অ্যালকোহল পান করে ৭২৮ ইরানির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস থেকে বাঁচতে অ্যালকোহল পান করে ইরানে ৭শ’র বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি।

সূত্র জানায়, করোনা মোকাবেলায় ইরানে গঠিত জাতীয় কমিটি বলছে, ২০ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত অ্যালকোহলের (মিথানল) বিষক্রিয়ায় ৭২৮ জন ইরানি মারা গেছেন।

গত বছর অ্যালকোহলের বিষক্রিয়ায় দেশটিতে মাত্র ৬৬ জন মারা গিয়েছিলো। করোনা ভাইরাস মহামারির মধ্যে দেশটির সরকারি প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ইরানে অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় মৃত্যু ১০ গুণ বেড়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, মিথানল অ্যালকোহলের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে ৯০ শতাংশ মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন অথবা চোখের সমস্যায় ভুগছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হোসেইন হাসানিয়ান জানান, দৃষ্টিশক্তি হারানো মানুষের চূড়ান্ত সংখ্যা আরও বেশি হতে পারে।

মিথানল সাধারণত মস্তিষ্কে ক্ষতি করে থাকে। এর লক্ষণগুলির মধ্যে রয়েছে- বুকে ব্যথা, বমি বমি ভাব, অঙ্গ বিকলাঙ্গ, অন্ধত্ব এবং কোমায় চলে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। সূত্র: আল জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ