বেলায়েত হুসাইন ।।
ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল আকসা খোলার ব্যাপারে কোন বিবৃতি না দিতে খতিব শায়খ ইকরিমা সাবরিকে হুমকি দিয়েছে ইসরায়েলি ইহুদি গোষ্ঠী। একইসঙ্গে পূন্যময়ী নগরী আল কুদস (জেরুসালেম) ইসলামিক অথরিটির প্রধান এই নেতাকে ভয় দেখাতে তার বাড়িতে হামলাও চালায় দখলদার রাষ্ট্রটির সন্ত্রাসীরা।
গত সোমবার আল কুদসের আস সুয়ানা মহল্লায় অবস্থিত শায়খ ইকরিমা সাবরির বাড়িতে এই হামলা চালানো হয় বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে এখনো কোন স্পষ্ট খবর পাওয়া যায়নি।
হামলার ঘটনায় আল আকসার সিনিয়র এই খতিব খুবই মর্মাহত হয়েছেন। তিনি জানান, এর আগে অবৈধ রাষ্ট্রটির সেনাবাহিনীর তরফ থেকে আল আকসা খোলার ব্যাপারে যেকোনো ধরনের ঘোষণা ও বিবৃতি না দিতে তাকে হুমকি দেয়া হয়েছিল। এসময় জায়নিস্ট শত্রুরা মৌখিকভাবে তাকে এ কথা বলেও সতর্ক করে যে, আল আকসা দীর্ঘদিন বন্ধ থাকবে।
শায়খ ইকরিমা দাবি করেন, ইহুদি সন্ত্রাসীরা ফিলিস্তিনি জনগণের মধ্যে এরূপ ভীতি সঞ্চার করে বোঝাতে চাইছে যে, তারা সম্পূর্ণভাবে আল কুদস নগরীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।
ইহুদিরা শায়খ ইকরিমার ওপর অভিযোগ এনেছে যে, তিনি মসজিদ খুলে দিয়ে জনগণকে বিপদে ফেলার চেষ্টা করছেন। তবে শায়খ ইকরিমা সাবরি জানান, আওক্বাফ কতৃপক্ষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে, অচিরেই আল আকসার সমস্ত গেট মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
কওয়াইম নিউজ থেকে বেলায়েত হুসাইনের অনুবাদ