আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে আসায় লকডাউন শিথিল করল আরব আমিরাত। এর মধ্যে সীমিত আকারে খুলে গেছে শপিং সেন্টার, রেস্টুরেন্ট ও ক্যাফে।
আলজাজিরা জানায়, শনিবার আবুধাবিতে তিনটি শপিং সেন্টার খুলে দেয়া হয়েছে। তবে ভীড় এড়াতে ধারণক্ষমতার মাত্র ৩০ শতাংশ ক্রেতা শপিং সেন্টারে থাকতে পারবে বলে নিয়ম বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া স্বাস্থ্য সুরক্ষায় প্রবেশপথে থার্মাল ডিভাইসসহ নানা ব্যবস্থা নেয়া হয়েছে।
দুবাইতেও বেশ কিছু শপিং সেন্টার, রেস্টুরেন্ট এবং ক্যাফে খুলেছে। আরব আমিরাতের ব্যবসা ও পর্যটন কেন্দ্র এই শহরটিতে কয়েকদিন আগেই লকডাউন শিথিল করা হয়। তবে শপিং সেন্টারে ক্রেতাদের মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। রোববার থেকে শারজাহতেও কিছু শপিং সেন্টার, রেস্টুরেন্ট ও সেলুন খুলছে বলে অঞ্চলটির মিডিয়া অফিস জানিয়েছে।
করোনা সংক্রমণ রোধে একমাসেরও বেশি সময় ধরে লকডাউন চলছিল আরব আমিরাতে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৯৯ জন মানুষ। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৬৬৪ জন। তবে মারা গেছেন ১১৯ জন।
-এএ