বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


করোনার হটস্পটগুলোর নামকরণেও ইসলামি নাম নিয়ে আসলো যোগি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতিতে ভারতে বিভিন্ন জায়গায় করোনা আক্রমণের জেরে রেড, গ্রিন, অরেঞ্জ জোনে ভাগ করা হয়েছে। তবে বিজেপি শাসিত উত্তর প্রদেশের লখনউয়ের হটস্পটগুলির নামকরণ করা হয়েছে ইসলামি নামে। এ নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে।

এদিকে রেড জোন হিসেবে লখনউয়ের সর্দার বাজারের নাম ‘মাজিদ আলি জান ও তার সংলগ্ন এলাকা’ চিহ্নিত করা হয়েছে। এমনভাবেই যোগীরাজ্যে করোনায় আক্রান্ত নবাবের শহর লখনউতে হটস্পটের নামকরণ হচ্ছে। এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

হটস্পট ও তার নামকরণ- লখনউয়ের ত্রিবেণী নগর এখন ‘খজুরওয়ালি মসজিদ ও সংলগ্ন এলাকা’, ওয়াজিরগঞ্জ ‘মোহম্মদিয়া মসজিদ ও তার সংলগ্ন এলাকা’ নামে পরিচিতি পাচ্ছে। এভাবেই সেখানের কভিড-১৯ হটস্পটকে যোগী সরকারের পুলিশ চিহ্নিত করছে।

এদিকে এমনভাবে হটস্পটের নামকরণে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ তুলেছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি থেকে কংগ্রেস। বিরোধীদের দাবি, যোগী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে, এমনভাব মানুষের নজর পরিস্থিতি থেকে সরিয়ে নিচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ