বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


করোনায় আক্রান্ত আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফিরোজুদ্দিন ফিরোজ। শুক্রবার দেশটির কর্মকর্তারা তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আনাদোলু এজেন্সির।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার জানান, গত কয়েকদিন ধরে স্বাস্থ্যমন্ত্রীর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ছিল। বৃহস্পতিবার পরীক্ষা করা হলো করোনা পজিটিভ ধরা পড়েন। স্বাস্থ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি নিজ বাস ভবনে আইসোলেশনে আছেন।

মুখপাত্র জানান, আফগানিস্তানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারি তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৭১ জন নতুন আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। ফলে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬৩ জনে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হওয়ার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে। দেশটিতে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৬৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ