আওয়ার ইসলাম: চলতি ২০২০ সালেই ফিলিস্তিনের জেরুসালেমের ৬০০ মুসলিমকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। ফিলিস্তিন প্রিজনার এসোসিয়েশন গত মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
সংস্থাটি আরও জানায়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেও দখলদার রাষ্ট্রটি জেরুজালেমের মুসলিমদের গ্রেপ্তারও ও হত্যা করে চলেছে।
বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার (৫ মে) ইসরাইলি বাহিনী ১৩ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছে, জেরুজালেম ন্যাশনাল পিপলস কংগ্রেসের জেনারেল সেক্রেটারি বিলাল নাতশী, পরিচালক মুয়াত আশাব ও জেনারেল ইমাদ আওয়াদ।
এছাড়াও মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে, লেখক ও মানবাধিকারকর্মী রাহিনা হাতেম, মুস্তফা আবু জারা, জাদেল্লাহ গুল এবং সাংবাদিক তাহের ওবাইদ।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তাদের আইনের বিরুদ্ধে কার্যক্রম চালানোয় তারা জেরুজালেমের ৭ জনকে গ্রেপ্তার করেছে। ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি কর্তৃপক্ষের যে কোনও তৎপরতা রুখে দেয়া হবে বলেও জানিয়েছে তারা। আল কুদস।
-এটি