আওয়ার ইসলাম: দীর্ঘদিন প্রকাশ্যে দেখা নেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এমন পরিস্থিতিতে তাকে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে তিনি অসুস্থ হয়ে মারা গেছে।
এমন খবর শুনে স্বরাষ্ট্রমন্ত্রীরও চোখ কপালে, দেরি না করেই সমালোচকদের উদ্দেশে জানালেন, সম্পূর্ণ সুস্থ আছেন তিনি।
গত শনিবার একটি টুইট করে নিজের শুভানুধ্যায়ীদের উদ্দেশে জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ। অসুস্থতার খবর ভুয়া।
সংবাদ প্রতিদিন জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে গুজব ছড়িয়েছিল। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে নিজের সুস্থতার কথা জানিয়ে দিলেন তিনি।
অমিত শাহ বলেন, যখন এসব গুজব আমার নজরে আসে আমি ভাবলাম মানুষ নিজের কল্পনাশক্তিতে ভর করে থাকুক। তাই আমি কোনো প্রতিক্রিয়া দিইনি।সমালোচকদের খোঁচা দিয়ে তিনি আরও লিখেন, আমার বেশ কয়েকজন বন্ধু-স্থানীয় ব্যক্তি আমার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করছে। কেউ কেউ তো টুইট করে আমার আত্মার শান্তি কামনাও করেছেন।
অমিত শাহ বলেন, দেশ যখন করোনা ভাইরাসের মহামারির সঙ্গে লড়াই করছে আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অনেক রাত পর্যন্ত মন্ত্রণালয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকছে, তখন এইসব বিষয়ে ভাবার অবকাশ থাকে না।
-এটি