বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


যে কোনো একটি উপসর্গ থাকলেই পরীক্ষা: আইইডিসিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে কারো শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) মূল চারটি উপসর্গের মধ্যে যে কোনো একটি থাকলেই তার নমুনা পরীক্ষা করার নির্দেশনা দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

শনিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের প্রতিটি জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করার ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি ও জটিলতা তৈরি হয়েছে। এসব জটিলতা ও বিভ্রান্তি এড়াতেই এ নির্দেশনা পাঠানো হয়েছে।

তিনি বলেন, কোনো ব্যাক্তির শরীরে করোনা ভাইরাসের মূল চারটি উপসর্গের (জ্বর, গলাব্যথা, কাশি ও শ্বাসকষ্ট) যেকোনো একটি বা একাধিক থাকলেই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে হবে। এ জন্য দেশের প্রতিটি জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হাসপাতালের তত্ত্বাবধায়ককে এ নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর শুরুর দিকে বিদেশ ফেরত ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা পরীক্ষার ওপর জোর দেয়া হয়েছিল। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এ সংক্রান্ত নির্দেশনাও দেয়া হয়েছিল। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির বিবেচনায় সেই নির্দেশনাটি কিছুটা পরিবর্তন করা হয়েছে। যাতে নমুনা সংগ্রহে বিভ্রান্তি ও জটিলতা কমে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ