শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


ফেসবুকে ইসলাম নিয়ে কটূক্তি, ৭ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ফেসবুকে ইসলাম ও নবী সা.কে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় পিরোজপুরের সুজন দে নামের এক দর্জির ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ-শামস জগলুল হোসেন রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, ট্রাইব্যুনালের পেশকার শামিম আল মামুন। তিনি জানান, সুজন দে রায় ঘোষণার আগে ট্রাইব্যুনালে হাজির হন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, পিরোজপুর জেলার বাসিন্দা সুজন দে টেইলরের দোকানে দর্জির কাজ করতেন। হযরত মুহম্মদ সা. ও ইসলাম ধর্মকে নিয়ে ২০১৭ সালের ২০ মে আসামি তার ফেসবুক আইডিতে কটূক্তি করে স্ট্যাটাস দেন। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

রাঙ্গামাটি জেলার লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন সেলিম ওই ঘটনায় একটি মামলা দায়ের করেন। সুজন দের বিরুদ্ধে ওই বছরের ৩০ আগস্ট অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।

পরে ট্রাইব্যুনাল একই বছরের ২৬ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলাটির বিচার চলাকালে বিভিন্ন সময়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ