শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি

কাসেমী মিশনকে এগিয়ে নিতে হবে: মাওলানা আফেন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিদার শফিক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, আল হাইয়্যাতুল উলয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার কো-চেয়ারম্যান বেফাকের সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা নুর হোছাইন কাসেমীর ইন্তেকালে আমরা শুধু একজন দরদী অভিভাবককেই হারাইনি, হারিয়েছি ইসলাম ও দেশের জন্য নিবেদিতপ্রাণ ও নিষ্ঠাবান একজন আদর্শ নেতাকে।

তিনি এমন সবগুণের অধিকারী ছিলেন যার তালিকা বেশ দীর্ঘ। তাঁর কর্মপন্থা ও সুদৃঢ় নেতৃত্বের কথা মনে পড়লে আমরা দুমড়ে মুষড়ে পড়ি। তাঁর কর্মজীবনের শিক্ষণীয় বহু স্মৃতি প্রতিটি মুহূর্তে চোখের সামনে ঝলমল করে ভাসছে। এমন একজন কিংবদন্তী রাহবারের বিদায়ে আমরা শোকে মুহ্যমান। তিনি আমাদেরকে অনেক কিছুই দিয়ে গেছেন।

আমাদের উচিত তাঁর জন্য বেশি বেশি দোয়া করা এবং তাঁর রেখে যাওয়া মিশনকে এগিয়ে নেওয়া। মাওলানা আফেন্দী আজ এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি আরও বলেন আমাদেরকে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে শোককে শক্তিতে পরিণত করে আল্লামা নূর হোছাইন কাসেমী (রহ.) এর পথ অনুসরণ করতে হবে। তাঁর সারা জীবনের সংগ্রামের আদর্শিক দৃষ্টিভঙ্গি হক্ব ও হক্বানিয়্যাত, দেওবন্দিয়্যাত এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার সংগ্রামকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ