শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি

বিজয় দিবস উপলক্ষে ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশনের নানা আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মরণে ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশনের দিনব্যাপী তেলাওয়াতে কুরআন, হামদ-নাত, বক্তব্য, প্রবন্ধপাঠ, ছড়া-কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সিলেটের গোয়াইনঘাটে উপজেলা বাজারস্থ ফাউন্ডেশনের অফিস এবং মিতালী রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লাফনাউট মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আমিনুর রশিদ গোয়াইনঘাটী।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুলতান মাহমুদ ও সদস্য তোফায়েল আহমদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আম্বিয়া কায়েছ।

বিশেষ অতিথির আলোচনা রাখেন, দারুল কুরআন লেঙ্গুড়া মাদরাসার শিক্ষাসচিব মাওলানা নুরুল ইসলাম, শাইখুল হাদীস মাওলানা আব্দুর রাজ্জাক, রাধানগর মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা ফরিদ উদ্দিন কয়েস, বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও সমাজসেবী গোলাম রাব্বানী সুমন, লেঙ্গুড়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা ইরফান আলী, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আহাদ, মাস্টার তাজুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করেছি। আলেমসমাজসহ সর্বস্তরের মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে আমরা বিজয় লাভ করেছি। এদেশ আমাদের সবার। এদেশকে রক্ষা করতে যেকোনো সময় আমরা প্রস্তুত আছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান শহীদদের। ভালোবাসা রইলো বীর মুক্তিযোদ্ধাদের প্রতি।

এদিকে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রতিযোগিতার বিষয় ছিলো ৫টি। তেলাওয়াত, হামদ-নাত, বক্তব্য, প্রবন্ধপাঠ এবং ছড়া-কবিতা আবৃত্তি।

এতে তেলাওয়াত ও বক্তব্যে দু’টিতে ১ম স্থান অর্জন করে লাফনাউট মাদরাসার শিক্ষার্থী আবুল খায়ের ফাহিম, হামদ-নাত, প্রবন্ধপাঠ ও ছড়া-কবিতায় তিনটিতেই ১ম স্থান অর্জন করে লাফনাউট মাদরাসার শিক্ষার্থী মুহাম্মাদ জয়নুল আবিদীন।

২য় স্থান অর্জন করে যথাক্রমে, লাফনাউট মাদরাসার শিক্ষার্থী জয়নুল আবিদীন,লেঙ্গুড়া মাদরাসার শিক্ষার্থী রশিদ আহমদ,মুহাম্মাদ আব্দুল্লাহ,লাফনাউট মাদরাসার শিক্ষার্থী আবুল খায়ের ফাহিম ও হুসাইন আহমদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ