বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


মাদরাসায় যাওয়ার পথে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আলিফ হোসেন (৭) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিৎলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আলিফ হোসেন চিৎলা নতুন পাড়া গ্রামের জিয়ার আলীর ছেলে ও চিৎলা দারুল আরকাম নুরানী মাদরাসার শিশু শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আলিফ হোসেন মাদরাসায় যাওয়ার পথে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের চিৎলার মোড় নামক স্থানে রাস্তা পার হতে গেলে কার্পাসডাঙ্গাগামী দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলিফ মারা যায়। থানা পুলিশ ইজিবাইকটি আটক করেছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর