সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

হাদিসের সঙ্গে বিজ্ঞানের সামঞ্জস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ আশরাফ হুসাইন।।

লকীত ইবনে ছাবেরা (রাঃ) বর্ণনা করেন যে আমি আরজ করলাম ইয়া রাসুলাল্লাহ (সাঃ) আমাকে ওযু সম্পর্কে বলিবেন? তুমি বললেন-(১) সম্পূর্ণ অজু উত্তমরূপে ও যথা নিয়মে কর(যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে) (২) হাত পা ধোয়ার সময় আঙ্গুলগুলো খিলাল করো। (৩)নাকের ছিদ্রের পানি ঢুকিয়ে উত্তমরূপে নাক পরিষ্কার কর। তবে তুমি রোজা রাখলে নাকে পানি বেশি ঢুকাবে না।(আবু দাউদ, তিরমিজি)

বৈজ্ঞানিক ব্যাখ্যাঃ আমাদের তিনটি জায়গায় ব্যাকটেরিয়া আক্রমণ করে। হাত, পা ও নাক-মুখ। আর ওজুতে এই তিনটি জায়গা পানি দিয়ে উত্তমরুপে ধৌত করতে হুজুর (সাঃ) বলেছেন।

বসে পানি পান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাস ছিল। সহীহ্ রেওয়াতে বর্ণিত আছে, তিনি দাঁড়ানো অবস্থায় পানি ধরতেও নিষেধ করেছেন। তিনি এক হাতে পানি পান করতেও নিষেধ করেছেন।(যাদুল-মা'আদ)

বৈজ্ঞানিক ব্যাখ্যাঃ দাড়ানো অবস্থায় আমাদের খাদ্যনালী অনেকটা সোজা থাকে। তখন পানি পান করলে সরাসরি নিচে পড়ে। আর বসা অবস্থায় খাদ্যনালী ভাঁজ হয়ে থাকে। ফলে পানি খাদ্যনালী পরিষ্কার করে আসতে পারে। ক্যান্সার আক্রমণ হওয়ার ঝুঁকি কম থাকে। আবার দুই হাতে একগ্লাস জলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে না।

প্রস্রাবের জন্য বসার সময় তিনি উরুর মাঝখানে যথেষ্ট ফাঁক রাখতেন। পায়খানায় বসার জন্য বালু অথবা মাটির টিব অথবা কোন খেজুর বৃক্ষের আর পছন্দ করতেন।
বৈজ্ঞানিক ব্যাখ্যাঃ বসে প্রস্রাব করলে এবং উরুর মাঝখানে ফাঁক রাখলে কিডনিতে জমে থাকা বালি বের হয়ে যায়। যাতে কিডনির পাথর হয় না। উরু ফাঁক করে প্রস্রাব করলে জমে থাকা শেষ বালির টুকরোটি ও পড়ে যায়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ