বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

গরুর গোশত বিতরণসহ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ইশা ছাত্র আন্দোলনের ১০ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আয়োজিত সুবর্ণজয়ন্তীতে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আজ আওয়ার ইসলামের সাথে এক ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নূরুল করীম আকরাম।

কর্মসূচির মধ্যে রয়েছে, ০১. কেন্দ্রীয় সভাপতির শুভেচ্ছা বক্তব্য, ০২. ইউনিয়ন পর্যায়ে পতাকা হাতে সাইকেল র‌্যালী, ০৩. পথকলিদের জন্য ‘পথস্কুল’ কার্যক্রম ও খাবার বিতরণ, ০৪. স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ০৫. অসচ্ছলদের মাঝে গরুর গোশত বিতরণ।

০৬. বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ ও প্রকাশ, ০৭. মুক্তিযুদ্ধের গল্প, প্রবন্ধ, ছড়া-কবিতা ও কুইজ প্রতিযোগিতা, ০৮. স্বাধীনতার প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে বিতর্ক প্রতিযোগিতা, ০৯. জেলা ও থানায় নিজস্ব পাঠাগারে মুক্তিযুদ্ধের গল্পপাঠ, ১০. থানা পর্যায়ে শরীরচর্চা ও বৈধ খেলাধুলার আয়োজন।

কর্মসূচির বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নূরুল করীম আকরাম বলেন, ‘এদেশ আমাদের। এদেশেই আমাদের জন্ম। এদেশের মাটিতে আমাদের অংশ রয়েছে। সুতরাং কারো কাছে আমাদের এ জমিন ছেড়ে দিতে পারি না। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আয়োজিত সুবর্ণজয়ন্তী দেশের অন্যান্যদের মতো আমরাও পালন করবো। এজন্য আমরা এসব কর্মসূচি হাতে নিয়েছি।’

তিনি বলেন, ‘সরকার গত ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত দশদিনের সুবর্ণজয়ন্তী ঘোষণা করেছে। আমাদের কর্মসূচিগুলো আমরা কোনো সময় বেধে দেইনি। তবে চলতি মাসের ভেতরেই কর্মসূচিগুলো তৃণমূল পর্যায়ে পালনের জন্য আমরা কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছি। এবং যথাযথভাবে কর্মসূচিগুলো পালিত হবে ইনশাআল্লাহ।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ