মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


আইসিইউতে সাবেকমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াককাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের স্বাস্থ্যের অবনতি হয়েছে। আইসিইউতে স্থানান্তর করা হয়েছে তাকে।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) রাত ৯ টায় রাজধানীর মহাখালিতে অবস্থিত শেখ রাসেল মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয় সাবেক এ মন্ত্রীকে। বিষয়টি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডাক্তারের পরামর্শে আজ সন্ধ্যায় আইসিইউতে নেওয়ার কথা ছিলো মুফতি মুহাম্মদ ওয়াককাসকে। কিন্তু রাজধানী শাহবাগের ঢাকা মেডিকেল হাসপাতাল, বারডেম হাসপাতাল, ইবসে সিনা হাসপাতালসহ কয়েকটি স্থানে আইসিইউর খোঁজ করা হলে কোথাও খালি পাওয়া যায়নি।
পরবর্তীতে আজ রাত ৯ টায় শেখ রাসেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইতে ভর্তি করা হয় তাকে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিবির পরিচর্যা কেন্দ্রতেই (আইসিইউ) আছেন তিনি।

এদিকে সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াককাসের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন তার ছেলে মুফতি রশিদ বিন ওয়াকাকাস।

-এটি


সম্পর্কিত খবর