মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


উইঘুর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চীনে বিশ্বখ্যাত দুই প্রতিষ্ঠানকে বয়কটের ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিংজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম শ্রমিকদের বাধ্যতামূলক শ্রমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করায় দেশটিতে বিপুল আক্রোশের মুখে পড়েছে বিশ্বখ্যাত রিটেইল প্রতিষ্ঠান নাইকি ও এইচ অ্যান্ড এম। উইঘুর নির্যাতন নিয়ে প্রতিষ্ঠান দুইটির পৃথক পৃথক বিবৃতির পরিপ্রেক্ষিতে চীনে উভয় প্রতিষ্ঠানকে বয়কটের ডাক দেয়া হয়েছে। অন্যদিকে চীনের ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেও প্রত্যাহার করা হয়েছে এইচ অ্যান্ড এমের পণ্য।

এর আগে ডিসেম্বরে ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, জিংজিয়াংয়ে উইঘুরসহ সংখ্যালঘু জাতিগোষ্ঠীর শ্রমিকদের জোর করে তুলা চাষের কাজে লাগানো হচ্ছে। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তখন নাইক ও এইচ অ্যান্ড এম পৃথক বিবৃতিতে উদ্বেগ জানিয়েছিল।

সম্প্রতি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির যুব সংগঠন কমিউনিস্ট ইয়ুথ লীগ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে এই বিবৃতিগুলো প্রকাশের পর চীনে প্রতিষ্ঠান দুইটিকে বয়কট করার ডাক দেয়া হয়েছে।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে উইবোতে বুধবার কমিউনিস্ট ইয়ুথ লীগ এইচ অ্যান্ড এমের বিবৃতির স্ক্রিনশট শেয়ার করে পোস্ট করে, ‘জিংজিয়াংয়ের তুলা নিয়ে গুজব ছড়িয়ে চীন থেকেই অর্থ উপার্জন করতে চায়? কল্পনাই করতে পারে!’

অপরদিকে চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিজিটিএন উইবোতে প্রচারিত এক ভিডিওতে উইঘুর শ্রমিকদের বলতে দেখা যায়, উচ্চ আয়ের জন্য তারা এখানে কাজ করতে পরস্পর ‘প্রতিযোগিতা’ করেন।

চীনের এইচ অ্যান্ড এম এই বিষয়ে এখনো কোনো মন্তব্য না করলেও প্রতিষ্ঠানটি বুধবার উইবোতে এক পোস্টে জানায়, তারা সবসময় চীনা গ্রাহকদের সম্মান করে এবং তারা কোনো রাজনৈতিক অবস্থান উপস্থাপন করে না।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে বর্তমানে উভয় কোম্পানির বিরুদ্ধে নিন্দার ঝড় চলছে। পাশাপাশি চীনা মাধ্যমটিতে হ্যাশট্যাগে ‘আমি জিংজিয়াংয়ের তুলার সমর্থন করি’শীর্ষ ট্রেন্ড হিসেবে রয়েছে।

সূত্র: বিবিসি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ