মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


গভীর রাতে ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মুম্বাইয়ের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই রোগীর মৃত্যু গয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ৭০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে লাগা এই আগুন শুক্রবার সকাল পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।

এই সময় জানায়, মুম্বাইয়ে ভান্ডুপে ড্রিমস মলের মধ্যে থাকা কভিড স্পেশাল হাসপাতালে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে। সেখানে চিকিৎসাধীন ছিলেন ৭০ জনেরও বেশি কভিড রোগী। দ্রুত তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু ততক্ষণে প্রাণ হারান দুই রোগী।

দমকলের এক অফিসার জানিয়েছেন, ছয় ব্যক্তি এখনো আটকে হাসপাতালের ভেতর আটকে রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। জানা গেছে, মুম্বাইয়ের ওই মলটির দোতলায় প্রথমে আগুন লাগে। তারপর সেখান থেকে হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে।

সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন, ৭৩ জন কভিড রোগীর মধ্যে ৩০ জনকে মুলুন্দ জাম্বো সেন্টারে, তিনজনকে ফর্টিস হাসপাতালে এবং বাকিদের অন্য একটি কভিড নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকর। মলের ভেতর হাসপাতালের বিষয়টি তার জানা ছিল না বলে দাবি করেন তিনি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মেয়র।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ