বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

রানা প্লাজা ধসের ৮ বছর: নিহতদের স্মরণে আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাভারের রানা প্লাজা ধসের আট বছর পূর্তি উপলক্ষে নিহত শ্রমিকদের স্মরণে করোনার পরিস্থিতিতে এবার সীমিত পরিসরে কর্মসূচির আয়োজন করেছে নিহত শ্রমিকদের পরিবার, আহত শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলো।

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যা থেকে শুরু হয়েছে এ কর্মসূচি।

উপজেলা প্রশাসনের বিধিনিষেধ থাকায় গত বছরও দিবসটি পালনে তেমন কোনো কর্মসূচি পালন করা হয়নি। এবছর আবারো করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রানা প্লাজা ট্র্যাজেডি দিবসে কোনো কর্মসূচি নেই বলে জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, নিহতদের স্মরণে ধসে পড়া রানা প্লাজার সামনের কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার সকাল ৮টায় স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেয়া হবে।

তিনি আরো বলেন, অন্যবার মাইক ও ব্যানার লাগিয়ে, স্টেজ তৈরি করে হতো। আমরা এবার এগুলো করছি না।

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, শ্রমিক নেতাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছি। যেহেতু করোনা মহামারির সময় চলছে। স্বাস্থবিধি অনুসরণ করে জাতীয় প্রোগ্রামগুলো যেভাবে হয়ে থাকে। এরকম করে তারা তাদের প্রোগ্রামটি সীমিত আকারে করবে। কোনোভাবেই স্বাস্থবিধি ভাঙা যাবে না।

প্রসঙ্গ, ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে ঢাকার সাভারে ধসে পড়ে রানা প্লাজার নয়তলা ভবন। দেশের ইতিহাসের ভয়াবহ এ ট্র্যাজেডিতে সরকারি হিসেবে প্রাণ হারান প্রায় এক হাজার ১১২ জন শ্রমিক। এখনও নিখোঁজ আছেন অনেকে। আহত ও পঙ্গুত্ববরণ করে মানবেতর দিনযাপন করছেন আরও প্রায় দুই হাজার শ্রমিক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ