রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

বিশেষ প্রতিনিধি

দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ইসলামি সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের জাতীয় কাউন্সিল আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই কাউন্সিলে সারাদেশ থেকে কাউন্সিলররা অংশ নেবেন।

 এর আগের দিন ২৫ এপ্রিল বাদ মাগরিব কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে আমেলার বৈঠক ডাকা হয়েছে। সেখানে নতুন কমিটির ব্যাপারে আলোচনাসহ আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। 

দীর্ঘদিন পর দেশে বাধাহীনভাবে ইসলামি রাজনীতির পরিবেশ তৈরি হওয়ায় জমিয়তের এবারের কাউন্সিলকে গুরুত্বের সঙ্গে দেখছেন দায়িত্বশীলেরা। দলটি আগামী নির্বাচনের প্রস্তুতিসহ নানা বিষয়ের কর্মপরিকল্পনা এই কাউন্সিলের মাধ্যমেই সারতে চায়। 

সূত্রে জানা গেছে, এবার জমিয়তের কাউন্সিলে শীর্ষ পদেও কিছু পরিবর্তন আসতে পারে। যুক্ত হতে পারে নির্বাহী সভাপতির পদ। বিশেষ করে তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে দলের ভেতরে। 

জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিলের প্রস্তুতি প্রসঙ্গে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আওয়ার ইসলামকে বলেন, আমরা সব শাখাকে প্রস্তুতি নির্দেশ দিয়েছি। বিভিন্ন বিষয়ে তাদের কাছে তথ্য-উপাত্ত চেয়েছি। ইতোমধ্যে সেগুলো আসা শুরু হয়েছে। আশা করছি, কাউন্সিলের আগে সব এসে যাবে। এছাড়া সার্বিক প্রস্তুতি ভালো। আমরা এবার একটি সুন্দর কাউন্সিল করতে পারবো বলেই আশা করছি। 

প্রবীণদের দল জমিয়তে তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে। এমন অভিযোগ প্রসঙ্গে মাওলানা আফেন্দী বলেন, আমাদের যারা কাউন্সিলর আছেন তারা সবাই যোগ্য ও সময় সচেতন। তরুণ নেতৃত্বকে এগিয়ে দেওয়া যতটা জরুরি আশা করি তারা এবার সেটা করবেন। 

কেন্দ্রীয় কমিটিতে নারীদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখার ব্যাপারে নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আমরা সেই নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। তবে আমাদের চলতি কমিটিতেও নারীরা রয়েছেন। আশা করি, আগামী কমিটিতে সেই সংখ্যাটি আরও বাড়বে। কেন্দ্রীয় কমিটি ছাড়াও নারীদের জন্য আলাদা কমিটি করার বিষয়টিও আমাদের ভাবনায় রয়েছে। সেটা আমেলায় আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে। 

জমিয়তের সবশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৩ ডিসেম্বর। সেই কাউন্সিলে মাওলানা জিয়া উদ্দিনকে সভাপতি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মহাসচিব ও মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সিনিয়র সহসভাপতি করে ১৮৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ