আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ৩ লাখ করোনা শনাক্তের টানা ৬ দিন পার হয়েছে। সেখানের করোনাভাইরাস পরিস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে আরও খারাপ হচ্ছে। গত সোমবারও দেশটিতে প্রায় ৩ লাখ ২০ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে।
এাদিকে করোনা রোগীদের জন্য সেখানের মুসলিমরা দেখিয়েছেন দৃষ্টান্তমূলক মানবতা। তারা নিজেদের ইবাদাতের স্থান মসজিদকে আইসোলেশনের জন্য ছেড়ে দিয়েছেন।
সেদেশে শুধু আক্রান্তর রেকর্ডই নয়, ভয় জাগাচ্ছে মৃতের সংখ্যাও। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে টানা সপ্তমদিন দুই হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ভারতে গত সোমবার নতুন করে ৩ লাখ ১৯ হাজার ৪৩৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এসময়ে মারা গেছেন ২ হাজার ৭৬৪ জন।
এমডব্লিউ/