বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’ জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের

ওবায়দুল কাদেরকে মির্জা কাদের, ‘আপনি আমাকে সত্যবচন থেকে সরাতে পারবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে তার ছোটভাই বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ওবায়দুল কাদের সাহেব আমি নামাজের বিছানায় বসে শপথ করেছি। আপনি আমাকে সত্যবচন থেকে সরাতে চান, পারবেন না।

তিনি মঙ্গলবার রাত ১০টায় বসুরহাট পৌরসভা ভবন থেকে তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুকে লাইভে এসে এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, আমি তো আমার এলাকার অপকর্মের কথা তুলে ধরেছি, এমপি একরাম-নিজামের অপকর্মের কথা তুলে ধরেছি- কী বিচার করেন আমরা দেখব।

কর্মীদের নাজেহাল করা হচ্ছে এমন অভিযোগ করে কাদের মির্জা বলেন, সত্য কথা বলতে গেলে আমার কর্মীদেরকে নানাভাবে নাজেহাল করা হচ্ছে, আল্লাহর দিকে তাকিয়ে থাকা ছাড়া আমার কোন পথ নাই। মনের কষ্টটা কার কাছে বলবো, কেউ নেই, এতবার আমাকে হত্যার পরিকল্পনা করেছে। আমার এখানে ২ হাজার গুলি হয়েছে, আমার ভাই ওবায়দুল কাদের নিজে তো আসেন নাই, একটা লোক পাঠিয়ে আমার খবরটাও নেন নাই। নোয়াখালী ও কেন্দ্রের একটা নেতাও ফোন করে খবর নেননি।

কাদের মির্জা আক্ষেপ করে বলেন, ৪৭ বছর এ দলের জন্য ত্যাগ স্বীকার করেছি। অপেক্ষা করেন ওবায়দুল কাদের আপনাকে এগুলোর একদিন গণআদালতে জবাব দিতে হবে। আপনি ছাড়ও পাবেন না-রেহাইও পাবেন না। আপনি জুয়েলের হুংকারে কেন ভয় পান, আপনার যদি ক্রটি না থাকে।

তিনি বলেন, মুখ বন্ধ করতে পারবেন না। মেরে ফেলতে পারবেন। মারার জন্য তো ছয় বার চেষ্টা করছেন, এখনও আল্লাহ রেখেছে। রাখে আল্লাহ মারে কে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ