সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

চাঁদপুরে মাত্র ৩০ মিনিটের মধ্যে করোনা টেস্টের রিপোর্ট পাওয়া যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরের আট উপজেলায় র‌্যাপিড এন্টিজেন টেস্ট ল্যাব স্থাপন করা হচ্ছে। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টেস্ট করা যাবে এবং ৩০ মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যাবে। চাঁদুপর জেলার সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াতউল্যাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী সপ্তাহে ঢাকা থেকে একটি টিম এসে আমাদের ট্রেনিং দিয়ে যাবে। তারপরই আমরা র‌্যাপিড এন্টিজেন টেস্ট চালু করবো। ঈদের আগে না হলেও ঈদের পরপরই এটি চালু হবে।

সিভিল সার্জন জানান, এর জন্য আলাদা কোনও ইকুইপমেন্ট দরকার হবে না। একটি কিট আছে, তার মাধ্যমেই আধাঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।

জেলায় করোনা সংক্রমণ সম্পর্কে সিভিল সার্জন বলেন, গত একমাসে চাঁদপুরে চার হাজার ৫শ’ টেস্টের মধ্যে এক হাজার ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। চলতি এপ্রিল মাসেই ২২ জনের মৃত্যু হয়েছে। সারাদেশে মৃত্যুর হার যেখানে প্রায় ১ দশমিক ৫, সেখানে চাঁদপুরে ২ দশমিক ৫ হয়ে গেছে। এটি ভয়ানক আশঙ্কা তৈরি করছে। করোনামুক্ত থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তিন বেডের আইসিইউ ইউনিট স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপন করা হচ্ছে। যা দিয়ে পুরো হাসপাতালটি অক্সিজেনের আওতায় আসবে। অর্থাৎ সবগুলো বেডেই সেন্ট্রাল অক্সিজেন ব্যবহার করতে পারবে। আর এই কাজটি ঈদের আগেই সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ