মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন প্রস্তাব আসছে : আলী রীয়াজ নবীজিকে নিয়ে কটূক্তি, সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে পরমাণু শক্তি কমিশনের সংবাদ সম্মেলন AAOIFI ও CSBIB এর প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে খেলাফতের গণমিছিল কাল দুই কলেজ শিক্ষার্থীদের মারামারি, আহত ৭ জন ঢামেকে নৈতিক শিক্ষা এখন কেবল মাদরাসায় পাওয়া যায় : ধর্ম উপদেষ্টা মাদ্রাসা ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা: শিক্ষকের সম্মান কোথায়? ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যু বিশ্ব যেন উপেক্ষা না করে : প্রধান উপদেষ্টা

মাওলানা নুরুল আবসার মাসুমের ইন্তেকালে জমিয়ত নেতৃবৃন্দের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, ময়মনসিংহ মহানগর জমিয়তের সভাপতি ও  ময়মনসিংহ কোরআন নিকেতন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নুরুল আবসার মাসুমের ইন্তেকালে থেকে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ।

আজ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বার্তায় এই শোক প্রকাশ করেন জমিয়তের সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এবং ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা নুরুল আবসার মাসুম ছিলেন একজন নিবেদিতপ্রাণ দীনের খাদেম। তিনি একাধারে শিক্ষক, খতীব ও সংগঠকের পাশাপাশি একজন দক্ষ ও দেশপ্রেমিক রাজনীতিক ছিলেন। আমৃত্যু দীন প্রচার, দীন কায়েম ও প্রতিষ্ঠার সংগ্রামে নিরলস আত্মনিয়োগ করে গেছেন সত্যভাষী এই আলেমে দিন। সদাচারী, মিষ্টভাষী হিসেবে তার সুখ্যাতি ছিল। এছাড়াও তিনি বৃহত্তর ময়মনসিংহের আলেমদের শীর্ষ সংগঠন ইত্তেফাকুল উলামার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথেও সম্পৃক্ত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, মৃত্যুকালে মাওলানা মাসুম স্ত্রী-সন্তান, পরিবারপরিজন ও ছাত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আল্লাহ তাদের সকলকে ধৈর্য্য ধারন করার তাওফিক দিন। মাওলানা নুরুল আবসার মাসুমকে আল্লাহ পাক মাগফেরাত করে জান্নাতের সুউচ্চ স্থান দান করুন। আমরা তার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ