মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


আফগানিস্তান থেকে এক-চতুর্থাংশ মার্কিন সেনা প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে প্রায় এক-চতুর্থাংশ সৈন্য প্রত্যাহার করেছে বলে জানাচ্ছে যুক্তরাষ্ট্র। খবর ভয়েস অব আমেরিকা।

এশিয়ার দেশটিতে সামরিক তৎপরতা পরিচালনা করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, “সেন্টকমের হিসেব অনুযায়ী, আমরা সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়ায় ১৬-২৫% পর্যন্ত সম্পন্ন করেছি।”

সেন্টকম আরও জানান, তারা প্রায় ১৬০টি সি-সেভেন্টিন উড়োজাহাজ ভর্তি জিনিসপত্র আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে। দশ হাজারেরও বেশি সাজসরঞ্জাম প্রতিরক্ষা লজিস্টিক বিভাগের কাছে হস্তান্তর করেছে।

২০ বছরের সামরিক সংশ্লিষ্টতার পর আমেরিকান সৈন্যরা ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান ত্যাগ করবে। এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন। এরপর একই ঘোষণা দেয় ন্যাটো বাহিনী।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ