মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


মাওলানা ইন’আমুল হাসান ফারুকী ফের ৯ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলামের আহ্বায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব মাওলানা ইন’আমুল হাসান ফারুকীকে ৯ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (২৬ মে) চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার দুই মামলায় তার ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

এর আগে আরেক মামলায় চার দিনের রিমান্ড শেষে মাওলানা ইন’আমুল হাসান ফারুকীকে আদালতে হাজির করে পুলিশ। ২১ মে রাতে র‍্যাব হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ফারুকীকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির জানান, হাটহাজারীর দুই মামলায় মাওলানা ইন’আমুল হাসান ফারুকীকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত এক মামলায় পাঁচদিন এবং আরেক মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ