মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


সৌদিতে করোনায় একদিনে ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম সৌদি আরবে গত সোমবার একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১৫ জন মৃত্যু বরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ১১৫৭ জন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা ৭২৬৪ জনে পৌঁছেছে।

আরব নিউজের বরাতে জানা যায়,  দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গত সোমবারের করোনা বিষয়ে ব্রিফিংয়ে এসব তথ্য দিয়েছে। দেশটিতে মোট ৪৪২,০৭১ লোক এ রোগে আক্রান্ত হয়েছেন।

মোট আক্রান্তের মধ্যে ৯১৩১ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে ১৩৩৪ জনের অবস্থা আশঙ্কজনক।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পবিত্র শহর মক্কায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫৭ জন। রাজধানী রিয়াদে ৩২০, পূর্ব প্রদেশে ১৩৭, মদিনায় ১০০ এবং জাজান ৬০০ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রনালয়ও ঘোষণা করেছে, করোনা থেকে ৯৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছে। মন্ত্রণালয় ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতেও অনুরুধ করা হয়েছে।

Image

এদিকে, জাজানের পুলিশ জানিয়েছে, তারা সাবধানতামূলক ব্যবস্থা লঙ্ঘন করে সমাবেশ চলাকালীন ১০০ জন নারীকে গ্রেপ্তার করেছে। মিডিয়ার মুখপাত্র মেজর নায়ফ হাকামী জানান, আয়োজক এবং সমাবেশে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে দণ্ডিত করা হয়েছে। সূত্র- আল আরাবিয়া ইংরেজি

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ