মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


‘পাকিস্তানের পবিত্র মাটিকে আমেরিকার সেনা ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দিব না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ

মঙ্গলবার পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমে মার্কিন-পাক চুক্তির প্রতিবেদনে উঠে এসেছে যে, আমেরিকা আফগানিস্তান থেকে সৈন্য সরালেও পাকিস্তানে তারা আবার নতুন করে ঘাঁটি স্থাপন করবে এবং এ ব্যাপারে একটি চুক্তিও নাকি হয়েছে।

তবে এমন প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, এই সংবাদ ভিত্তিহীন এবং অনুমানমূলক,

তিনি আরো বলেন, আমি পাকিস্তানের পবিত্র মাটিতে দাঁড়িয়ে এটা পরিষ্কার করতে চাই, যে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান কখনও তার পবিত্র মাটিতে কোনও আমেরিকান ঘাঁটি স্থাপন করতে দেবে না।

উল্লেখ্য, তালেবান ও ওয়াশিংটন গত বছর একটি যুগান্তকারী চুক্তি করেছে যা আফগানিস্তান থেকে সমস্ত বিদেশী সেনা প্রত্যাহারের পথ প্রশস্ত করেছে। এর বদলে তালেবান বলেছে যে তারা আফগানিস্তানকে আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের মতো জিহাদি গোষ্ঠীগুলির ঘাঁটি হতে দেবে না। সূত্র: দ্য ইকোনমিক টাইমস

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ