মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

নদওয়াতুল উলামার আদীব মাওলানা নজরুল হাফিজ নদভী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহিদ আদনান: দারুল উলুম নদওয়াতুল উলামা লাখনৌর প্রবীণ উস্তাদ, উচ্চতর আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান মাওলানা নজরুল হাফিজ নদভী আজহারি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আজ দুপুর ১ টায় লাখনৌর স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

জানা যায়, স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় হঠাৎ করেই তার স্বাস্থের অবনতি ঘটে। পরে তৎক্ষণাৎ তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু স্বাস্থের অবস্থা আরো শোচনীয় হয়ে জুমার পূর্বেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন।

মাওলানা নজরুল হাফিজ ছিলেন হিন্দুস্তানের প্রসিদ্ধ আলেমে। গবেষণাধর্মী বহু গ্রন্থ প্রণয়ণ করেছেন তিনি। বাংলায় অনূদিত সাড়াজাগানো গ্রন্থ ‘পশ্চিমা মিডিয়ার স্বরূপ’ এর মূল লেখক তিনি। যার উর্দু নাম ‘মাগরিবী মিডিয়া আওর উসকে আছারাত’। কিতাবটি লেখার পর থেকে এ পর্যন্ত ১০ম এডিশন প্রকাশিত হয়েছে। কিতাবটি বহু ভাষায় অনূদিত হয়েছে। যার মধ্যে ইংরেজি, আরবী, বাংলা, হিন্দি ও মালায়লাম অন্যতম।

তিনি ছিলেন মাওলানা আবুল হাসান আলী নদভী রহ. এর অন্যতম ছাত্র। মাওলানা নজরুল হাফিজ রহ. এর উল্লেখযোগ্য ছাত্রদের মাঝে হিন্দুস্তানের প্রসিদ্ধ আলেম মাওলানা খলীলুর রহমান সাজ্জাদ নোমানী অন্যতম। ২০০২ সনে এপিজি আবুল কালাম তাকে হিন্দুস্তানের তৎকালীন শ্রেষ্ঠ আরবী সাহিত্যিক হিসেবে নির্বাচিত করেন এবং প্রেসিডেন্ট এওয়ার্ড দিয়ে তাকে সম্মান
জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ