মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


চাঁদাবাজির সময় জনতার হাতে দুই ভুয়া পুলিশ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরের সদরপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে স্কুল শিক্ষককে মাদকের মামলার ভয় দেখিয়ে চাঁদা নেয়ার সময় দুই ব্যক্তিকে আটক করেছে জনতা। পরে তাদের সদরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শুক্রবার (২৮ মে) বিকেল ৫টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, ফরিদপুর সদর উপজেলার দেওড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র বিশ্বাসের পুত্র মৃদুল অধিকারি (৩২) ও ফরিদপুর পৌরসভার গোয়ালচামট এলাকার তাহের বিশ্বাসের পুত্র ফরিদ বিশ্বাস (৪১)। তবে এসময় বিপুল বিশ্বাস নামের অপর এক ব্যক্তি পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৫টায় কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর স্কুলের শিক্ষক তৈহিদুল ইসলামের পকেটে ইয়াবা ঢুকিয়ে মামলা দেয়ার ভয় দেখান অভিযুক্তরা। এসময় তারা তার কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে যান।

পরে সন্দেহ হলে কৃষ্ণপুর বাজারে গিয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন এলাকাবাসী। এতে তাদের ভুয়া পুলিশ বলে সন্দেহ হলে এলাকাবাসী সদরপুর থানায় খবর দেন।

খবর পেয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ