মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


বাজেটে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ বাড়বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় ক্ষতিগ্রস্ত ও অতি দরিদ্রদের জন্য এবারের বাজেটে সু-খবর থাকছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতার পরিমাণ ও উপকার ভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। অতিরিক্ত ৩০ হাজার কোটি টাকাসহ এ খাতে মোট ব্যয় ধরা হচ্ছে সোয়া লাখ কোটি টাকা। তবে, এই সহায়তার অর্থ সঠিকভাবে পৌঁছানো নিশ্চিত করার তাগিদ দেন সংশ্লিষ্টরা।

সত্তোর্ধ্ব বসিরুন বেওয়া ঢাকা শহরে ভিক্ষাবৃত্তি করে জীবন চালান। গ্রামের বাড়ি রংপুরে হলেও থাকেন ঢাকার বাড্ডা এলাকায়। ৫ সন্তানের মধ্যে ৪টি মারা গেছে আর এক মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় নিরুদ্দেশ। এতদিন হাতে হাতে বয়স্ক ভাতা পেলেও এখন মোবাইলের মাধ্যমে ভাতা দেয়ার নিয়ম চালুর পর থেকে তিনি আর ভাতা পাচ্ছে না।

বসিরুন বেওয়ার মত দেশে দেশে অসহায় দরিদ্র মানুষেরা করোনার এই সময়ে এসে হয়ে পড়েছেন আরো অসহায়। প্রতি বছরই বসিরুন বেওয়ার মত মানুষদের সহায়তায় সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বিভিন্ন ভাতা দিচ্ছে।

বাজেট প্রনোয়ন কমিটির সদস্য বলছেন, এবারের বাজেটে দরিদ্র মানুষকে সহায়তায় অতিরিক্ত অর্থ রাখা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ