আওয়ার ইসলাম ডেস্ক: গ্রেপ্তার হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির। তিনি জমিয়তে উলামায়ে ইসলামেরও সহকারী সম্পাদক।
আজ সোমবার চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মাসুম।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি হাটহাজারীতে ঘটে যাওয়া ঘটনার অন্যতম বলে তাকে অভিযুক্ত করা হয়। মাওলানা নাসির উদ্দিন মুনির ওই ঘটনায় হাটহাজারী থানার দায়ের হওয়া নাশকতা মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
-এটি