আব্দুল্লাহ আফফান: অন্তরের প্রশান্তি ও মন ভালো রাখতে প্রতিদিন দুইবার ক্বারী আব্দুল বাসিত রহ.-এর কণ্ঠে সুরা রহমান শুনেন পাকিস্তানী অভিনেত্রী আয়েশা ওমর।
সম্প্রতি স্যোশাল মিডিয়া ইনস্টাগ্রামে আয়েশা ওমরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তাকে প্রশ্ন করা হয়- আপনি গুগলে সর্বশেষ কী সার্চ করেছেন?
মোবাইল স্কিনের দিকে তাকিয়ে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, ‘এটা লজ্জার কোন বিষয় নয়।’ পরে মোবাইল ভক্তদের দেখিয়ে বলেন, ক্বারী আব্দুল বাসিতের কণ্ঠে সুরা আর-রহমান আমি গুগলে সর্বশেষ অনুসন্ধান করেছি। আমি দিনে দুইবার সূরা রহমানের তেলাওয়াত শুনি, এজন্যই গুগলে শেষ সার্চ সূরা রহমান।
তিনি বলেন, ‘সারাদিন অনেক কাজ করি। তবে সব কাজের মাঝে সুরা রহমানের তেলাওয়াত শোনা আমার একটি স্বতন্ত্র কাজ। যখন আমি ক্বারী আব্দুল বাসিত রহ.-এর কণ্ঠে সুরা রহমান শুনি অন্তরে এক ধরণের প্রশান্তি অনুভব করি। কোন ধরণের অশান্তি ও চাপ অনুভব করলেও এই সুরা শুনে সময় কাটাই’।
এক্সপ্রেস নিউজ জানিয়েছে, পাকিস্তানী অভিনেত্রী আয়েশা ওমর আরো বলেন, অন্তরের প্রশান্তির জন্য আমি একা একা সময় কাটাই, সূরা রহমানের তেলাওয়াত শুনি এবংপাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। এতে শুধু ন্তরেই শান্তি অনুভব করি না, আমার রবের নিকটবর্তীও হয়ে যাই।
১৯৮১ সালের ১২ অক্টোবর পাকিস্তানের লাহোরের জন্ম গ্রহন করেন আয়েশা ওমর। এক বছর বয়সে পিতা হারান আয়েশা। তার মা তাকে এবং তার ভাইকে বড় করেন।
সূত্র: জিও নিউজ, এক্সপ্রেস নিউজ।
এনটি