জুলফিকার জাহিদ।।
অবিলম্বে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে ব্রিটিশ পার্লামেন্টে বিল উত্থাপন করা হয়েছে। ব্রিটিশ সংসদ সদস্য রিচার্ড বারগেন এই বিলটি পেশ করেন।
যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম শহর লিডস থেকে নির্বাচিত এই সাংসদ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন, তিনি ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে সংসদে বিল উত্থাপন করেছেন।
তিনি বলেন,, ব্রিটিশ সরকার গত পাঁচ বছরে ইসরায়েলের কাছে কয়েক বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে, যা ইসারায়েলি বাহিনী ফিলিস্তিনিদের গণহত্যার কাজে ব্যবহার করেছে।
[caption id="" align="alignnone" width="375"] ব্রিটিশ সংসদ সদস্য রিচার্ড বারগেন[/caption]
তিনি ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্ন তোলেন, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি করে তাদেরকে সশস্ত্র করছে ব্রিটিশ সরকার, এরপরেও ব্রিটিশ সরকার কিভাবে শান্তির দাবি করতে পারে?
তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে আমরা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডে সাক্ষী, এই বর্বরতা দ্রুতই বন্ধ হওয়া উচিত।
রিচার্ড বারগেন জানিয়েছেন, তার উত্থাপিত বিলে দলের অন্যান্য সংসদ সদস্যদেরও সমর্থন রয়েছে। বিলটি ব্রিটিশ পার্লামেন্টে পাস হলে ব্রিটিশ সরকারকে ইসরায়েলের সাথে অস্ত্র চুক্তি শেষ করতে হবে।
এনটি