ওমর দামির।।
স্বাধীনতাকামী সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগ এনে কাশ্মীরে দুই নিরীহ যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় দখলদার বাহিনী। তবে সেই ২ যুবককে মিথ্যা অভিযোগে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
কাশ্মীরের গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের দখলদার বাহিনী কাশ্মীরের কুপওয়ারা জেলায় সার্চ অভিযান চালায়। এ সময় তারা অনুমতি ছাড়া কাশ্মীরিদের বাড়িঘরে প্রবেশ করে। ঘরের চার দেয়ালে থেকেও কাশ্মীরি নারীরা নিরাপদে বসবাস করতে পারছেন না এর মাধ্যমে বিষয়টি আবারো স্পষ্ট হল।
এই অভিযান চালানোর সময় দুই যুবকের ওপর স্বাধীনতাকামীদের সাথে জড়িত থাকার অভিযোগে গুলি করে হত্যা করে ভারতীয় বাহিনী।
ভারতীয় পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত ২ জনের একজন একজন হিজবুল মুজাহিদীন-এর কমান্ডার ছিলেন, সংঘর্ষের সময় তিনি নিহত হন।
তবে স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশের অভিযোগ মিথ্যা, তারা অন্যায় ভাবে দুই যুবককে ধরে নিয়ে যাওয়ার পর বিচারবহির্ভূতভাবে তাদেরকে শহীদ করেছেন।
সূত্র: এক্সপ্রেস নিউজ
এনটি