সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


তরুণ আলেম মাওলানা মিরাজ রহমান অসুস্থ: দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তরুণ আলেম, মিডিয়া ব্যক্তিত্ব ও অনলাইন টেলিভিশন ‘ইসলাম প্রতিদিন’ এর চেয়ারম্যান মাওলানা মিরাজ রহমান অসুস্থ। বর্তমানে রাজধানীর মেরাদিয়া ইয়ামাগাতা ঢাকা ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি আছেন তিনি। এক ফোনালাপে বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তিনি।

তিনি জানান, গত সপ্তাহে সামান্য জ্বর দেখা দিয়েছিল। এরপর আজ শরীর একটু খারাপ করলে হাসপাতালে ভর্তি হই।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে মেরাদিয়া ইয়ামাগাতা হাসপাতাল ঢাকা ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার লাঞ্চে (ফুসফুসে) প্রাথমিকভাবে প্রবলেম ধরা পড়েছে। ডাক্তার কয়েকটা টেস্ট দিয়েছে। এখনো টেস্ট চলছে। আগামীকাল টেস্টের ফলাফল জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বন্ধু ও আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

এক বার্তায় তিনি বলেন, মাওলানা মিরাজ রহমান একজন সচেতন আলেম। তরুণ দেশসেবক। মিডিয়া জগতের অত্যন্ত বিশ্বস্ত অগ্রপথিক। তার সুস্থতা কামনায় আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

মাওলানা মিরাজ রহমান একাধিক মিডিয়ায় কাজ করেছেন। প্রিয় ডটকমের বিভাগীয় সম্পাদক ছিলেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ